ফুলেদের রাগ করতে নেই
সময় হলে ফুটবেই,
চাঁদের গালফোলা মানা যায়না
পূর্ণিমায় সে উঠবেই।
প্রিয় মানুষ থাকুক প্রিয়র
মনের তীরটা ঘেঁষে।।


ইচ্ছেমাফিক আলাপ চলুক
বিনা সম্পাদনায়,
চেনা উন্মাদনায়
প্রেম প্রদীপে অন্তরমহল জ্বলুক।
সাগর জল যায় মেঘের দেশে
আবার ঠিক সাগরে মেশে
বৃষ্টির বেশে।।


প্রেমের জবাব প্রেমেই হোক
সাহসী অসংকোচে,
পাথর ভূবন চষে
থাকুক মন শিকারের ঝোঁক।
একরোখা আঁধার যায় ভেসে
পাশে দাঁড়ালে আলো এসে  
অভিমান শেষে।।