আর কত জুবুথুবু থাকা যায়
সংকোচের কম্বল মুড়ি দিয়ে?
আমারও বলতে ইচ্ছে হয়
তুমি আমায় টেনে তোল
নিয়ে চল উষ্ণতার উঠোনে,
ফিরে এসো
দীর্ঘ অনভ্যাসের আড়মোড়া ভেঙ্গে,
আমার ইচ্ছেরা বখাটে হতে চায়
তোমার মিহি স্পর্শে।


ধুলোর প্রসাধনীতে ঢাকা
সুটকেসও তো খোলা হয় সময়ের ডাকে
পুরোনো কাপড়েরও ভাঁজ খোলার সাধ জাগে
স্মরণ জাগানোর আগ্রহে,
আমায় দাওনা এনে
আঁজলা ভর্তি জোছনা
দাওনা প্রাণে তুলে চাঁদ পোহানোর স্বাদ,
দিও আমাকে নিঃশর্তে
তোমার হাসির অনুলিপি,
প্রাণে কি রুচবে তোমার
অপরিশোধিত আবেগগুলো আমায় দিতে?


আমিও তোমার মন ধুয়ে দেব
আমার মনের ফ্লাস্কে রাখা জমানো আদরে
যেগুলো সময়ের সাথে শীতল হয়নি,
আইবুড়ো হতে পারে আমার সেই প্রণয়
তবু আশা রাখি
ওই আদরেরা গুম করে দেবে তোমার ঘুম;
আমার ইচ্ছেরা বখাটে হবে
তোমায় পেয়ে।