আমার বিরাণ ভূমে
বুনলো না যে কেউ মায়ার চারা,
আমার আঁধারে হলোনা গয়না
মুচকি হাসির তারা।


আমি গুনে গেলাম
একলা বসে হতাশারই ঢেউ,
আমি উদলাই গেলাম থেকে
এলো না আমার মনের মাপের কেউ।।


এক আঁজলা জোছনা রেখেছি তুলে
একসাথে আলো পোহাবো বলে,
আমি একলা হাঁটি জীবন পথে
ভাবি আছে কেউ সাথে ছায়ার আদলে;
এমন প্রবোধের ভাবনা
সাথী হয়ে থাকনা
গেরো দিয়ে রাখি মন আশার আঁচলে।


আয়নাতে নিজের পাশে খুঁজি নিজের কেউ
একসাথে বুঝি দেখব জীবন,
দুখ দলের সাথে মিশে রই আমি
সুখ যে আমার বেলায় কেবলই কৃপণ;
এমন প্রবোধের ভাবনা
সাথী হয়ে থাকনা
আক্ষেপের কোলে চলে সময় ক্ষেপণ।