আমি সময়ের পায়ে বাঁধবো শেকল,
জোছনাকে অধিকার নিয়ে বলবো
মুচকি হাসি জারি রাখুক অনির্দিষ্টকাল,
নিয়তির দর্জিকে বলে দেব
মজবুত সেলাই দেবে তোমার আমার মনের,
যদি মেঘ আসতে চায় এপথে
খুব করে বকে দেব মেঘকে,
অলক্ষুণে পিছুডাকের ডাক-স্বাধীনতা হরণে
কঠোর হতেই হবে আমাকে।


আমি মহানন্দে প্রেমের মহাকাব্য
পাঠ করে যেতে চাই বারেবার,
তোমার পরিপাটি সজ্জা আলুথালু হবে
আমার খোঁচাখোঁচা আদরের সুড়সুড়িতে,
আর তুমিও নেবে পাল্টা প্রতিশোধ!
নিঝুমগুলোও কান পাতবে
আমাদের ফিসফিসে হাসাহাসিতে,
নিঝুম ভাঙা তখন বারণ
তাই ফিসফিসের ঠোঁট চেপে ধরবে লাজুক ঠোঁট।
আমি টুকরো টুকরো সুখগুলো
মন বালিশের নিচে রাখবো লুকিয়ে
সুখাবসরে শুঁকবো বলে,
তোমার স্থাবর অবয়ব 
আর অস্থাবর আবেগের নিষ্কণ্টক মালিকানা
আমার যে উগ্র চাওয়া,
তোমার ঢালু প্রশ্রয় বেয়ে গড়িয়ে পড়া
আমার আবদারগুলো সংবরণ করবোনা কিছুতেই;
সব আবদার মিটিয়ে
আমি হালকা হতে হতে, হতে হতে...
আবার খুঁজবো নবায়নযোগ্য আবদারসমগ্র।


আমার ইচ্ছেরা এমনই
আমি এমনই প্রেম চাই-
তৃপ্তির ঢেঁকুর তোলা প্রেম।