ওই বাবাটা
সস্তা বাসে ঝুলে ঝুলে
কৃপণতায় পয়সা বাঁচায়
সন্তানের আবদার কিনবে বলে....


ওই বাবাটা
শ্রান্ত দেহে ঘরে ফিরে
প্রাণ-প্রিয়তে মাখামাখি
অপত্যের হাসি কিনবে বলে....


ওই বাবাটা
জায়নামাজে আকুল মনে
বিধাতার কাছে ভিক্ষা চায় যে
রক্ত-ভাগীদারের সমৃদ্ধি কিনবে বলে...


ওই বাবাটা
এক পাই দু'পাই করে
সঞ্চিতি রাখে একপাশ করে  
উত্তরাধিকারের ভবিষ্যৎ কিনবে বলে...