আমার মনটা তুমি ছাড়াও
অন্য বিকল্পে হবে বিভাজ্য,
যেখানে থাকবে না দুখের অবশেষ
পাব আমি সুখ-ফলের রেশ
তাই নিজেকে মনে করো না
আমার জীবনে তুমি অনিবার্য।
তোমার শূন্যতা
শূন্য করতে পারবে না আমায়।


চাঁদ-সূর্যেও গ্রহণ আসে
সময় ভেদে মুক্ত হয়,
কোন পথই সরল তো নয়
পথে ঠিকই বাঁক রয়।
আমি বন্ধুর পথে চলতে জানি
বল কে আমায় চলন থামায়?
তোমার শূন্যতা
শূন্য করতে পারবে না আমায়।


সময়ের কাছে নিচ্ছি আমি
কষ্ট ঘোচার পাঠ,
তোমায় ছাড়াই ভরবো আমি
রঙিন জীবনের মাঠ।
আমি মেঘ আকাশে উড়তে জানি
বল কে আমায় মাটিতে নামায়?
তোমার শূন্যতা
শূন্য করতে পারবে না আমায়।