আমাদের স্বল্প মেয়াদী সহবাসের
পুরোটাই কেটে গেল একে অপরের ছিদ্রান্বেষণে
আর দুজনকে কাছে এনে দেওয়া
ভাগ্যকে চুটিয়ে খিস্তি খেউড়ে।


এখন একই ছাদের নিচে
দুজন দুদিকে ফিরে ঘুমোনোর অভ্যেস,
তাতে অল্পতেই বুড়িয়ে গেছে
ভালোবাসা নামের অনুভূতি,
মনে বাসা বাঁধে অতৃপ্তির ঘুনপোকা।
দীর্ঘদিনের চর্চাবিহীন চোখের ভাষা পড়া
এখন আর নির্ভুল হয় না,
দুজনের চোখেই হতাশার বলিরেখা।
অব্যবহার মনের পথগুলো
ভরে গেছে অনাদরের অগাছায়।
স্বপ্নের শতভাগ প্রতিচ্ছবি
তুমিও খোঁজ আমিও খুঁজি
নিত্যকার যাপিত জীবনে,
আর এতেই আমাদের স্বপ্নভঙ্গ বারেবার
জীবন তো আর স্বপ্নের অনুলিপি নয়।


সব মিলন নাকি তৃপ্তিদায়ক হয় না;
ঘটে অপরিণত সুখ-পতন!