তুমি আমার
সকাল বেলায়
চায়ের কাপে চামচের ঝড়,
তুমি আমার
নির্ভার বিকেল
হরিৎ ঘাসে আলসে অবসর।


তুমি আমার
কাঁথার নিচে
পিতা পুত্রের আদুরে আলাপ,
তুমি আমার
শীতল পুকুর
ঘাম শরীরে উল্লাসের ঝাঁপ।


তুমি আমার
তীব্র ক্ষুধা
কাছেপিঠেই ভাতের ঘ্রাণ,
তুমি আমার
ভগ্ন কুটির
দারিদ্র্যের ফাঁকে করি চন্দ্রস্নান।


তুমি আমার
নিজ বিছানায়
অসংকোচের গড়াগড়ি,
তুমি আমার
নিজের অংশ
তোমার ব্যথায় কাতরে মরি।


তুমি আমার
বেসুরো উচ্ছ্বাস
কান্না দিয়ে করি বিজয় বরণ,
তুমি আমার
পরম ভক্তি
অসংকোচে চুমি তোমার চরণ।


তুমি আমার
প্রিয় ভূমি
প্রেম দিয়ে ধুই হিংসা দ্বেষ,
তুমি আমার
আত্নায় মিশে
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ.....