সেই তো আমার হাতটা ছুঁলে
যখন আমার হাতে অন্য হাত,
সেই তো তুমি আলো জ্বাললে
যখন আমার আছে আরেক চাঁদ।
একটা সময় চেয়েছি তোমায়
তুমি এখন অভিশাপ,
কেমন করে বইবো বল
দ্বিচারিতার কঠিন পাপ।।


যে আগুন আলো জ্বালে
সে আগুন আবার ঘর পোড়ায়
তুমি ছিলে আমার স্নিগ্ধ আলো
এখন তুমি অসহ্য তাপ।।


মন তো নয় স্থাবর সম্পদ
ভাগ করে দেই তুমি করবে ভোগ
তুমি তখন মন দাওনি, নিলেওনা
আর দেবনা তোমাতে ঝাঁপ।।


জোছনা, বৃষ্টি দুই-ই ভালো
দুটো যদি ঝরে পৃথক সময়ে
জোছনার উঠোনে মেঘ-অতিথি
আলোয় পড়ে কালো ছাপ।।


কিছু পথ ভোলাও ভালো
যেই পথের গন্তব্য নেই ঠিক
বিপথে যাবার নেইতো বয়েস
বাড়ুক তোমার অনুতাপ।।