আমি তোর দিকে শুধু চেয়ে রই
তোর প্রতিটি ছোটখাট নড়াচড়া
বেশ যতনে করি মনে সংরক্ষণ,
আমি তোরে সদা মনে বেঁধে লই
জীবন মাঠে কত ঝড় কত খরা
আমায় বাঁচিয়ে রাখে তোর স্পন্দন।


দৃষ্টি জুড়ে তুই যেন স্নিগ্ধ প্রভাত
নরম আলোয় জীবন চানমনে
এভাবেই যদি যায় কেটে যায়,
খুঁজি আমি শত সহস্র অজুহাত
তারে ছোঁব কারনে অকারণে 
ধার না ধারি তার আছে কি সায়।


তোর মাঝে করি কতো স্বপ্ন বপন
আর তোতেই খুঁজি উষ্ণ আশ্রয়
তোর কাছে বেশি কি আর দাবি,
নিজের চাইতে তুই বেশি আপন
তোতে খুঁজি আমি আদুরে প্রশ্রয়
তুইযে আমার সুখ সিন্দুকের চাবি।


যেমন আছিস থাকিস তেমনই
ছড়িয়ে দিস তোর মায়ার হাসি
ওই হাসিতেই আমার লুটোপুটি,
আমার উচ্ছ্বাস তুই একজনই
তোর খুশিতে আমি ডুবি ভাসি
দিয়ে আমার সব অনটন ছুটি ।


নিত্য দিনের অগুনতি প্রার্থনা
তোর ভালোতেই আমার মুগ্ধতা
বিধাতা হয়তো জানে তা ভালোই,
ভালো থাক্ আমার হৃদয়ের কণা
নিয়ে দুনিয়ার সব হাসি স্নিগ্ধতা
বিধাতার কাছে হাত পেতে রই।


April 2020