প্রিয় রাষ্ট্রে অসংখ্য বখাটে দাগছোপ।


রাজ্যের প্রতিটি বুননে
নৈরাজ্যের কালিঝুলি মাখা,
পরতে পরতে তার
বেহায়া দলীয়করণের সেকেলে গন্ধ
সেই গন্ধে কেউ বুক চিতিয়ে বেড়ায়
আর বাকিরা থিতিয়ে থাকে রাষ্ট্রের তলানিতে।
শাসকের মাপমতো সংবিধান বানাতে
ইচ্ছেমাফিক কাটাছেঁড়া করে সংসদীয় দর্জিরা,
সংবিধানের কোথাও তাই জোড়াতালি দেয়া
কোথাওবা মসৃণ রিপু করা!


রাষ্ট্রের কিছু কানুন পুরোনো অন্তর্বাসের মতো
অতি ব্যাবহারে অতি নোংরা সেগুলো;
ওদিকে ছেঁড়া কাঁথার নাগরিকদের
প্রাপ্য ওম দাবী করা শ্লোগানে
লাঠিচার্জে করে রক্তাক্ত হয় রাষ্ট্র নিজেই;
রাষ্ট্রের বহু মানবিক আচার
অব্যাবহারের নিচে চাপা পড়ে কুঁচকে গেছে,
উপরন্তু শুদ্ধাচারগুলো চর্চার অভাবে
বেমানান খাটো হচ্ছে রাষ্ট্রের গায়ে!


এই রাষ্ট্রের আঁচলে
সততার সুগন্ধি মাখানো নাগরিকেরা
বেদম বেদনায় চোখ মুছে,
কেউবা রাষ্ট্রের মর্যাদাকে পাপোশ বানিয়ে
সফেদ বিছানায় সুবিধের সাথে সঙ্গমে লিপ্ত।


প্রিয় রাষ্ট্রটা অনেক ময়লা হয়ে গেছে;
ইচ্ছে করে খুব করে কেচে
কড়া শুদ্ধ রোদে ওকে শুকোতে দিই।