সে কখনো ছোঁয়নি কারো হাত
বাঁধেনি নিজেরে কারও সাথ
তার চোখে কেউ দেখেনি প্রভাত
সে যে রূপসী রাতের উপোসী চাঁদ।।


সে উলটে দেখেনি কারও মনের মলাট
সে হয়নি কারও সুখের ললাট
সে নিজ রূপেই গরবিনী
সে মায়া হরিণী;
সে মুগ্ধতা বিলিয়ে চলা
চপলা জলপ্রপাত।


তার সামনে উড়লো কত স্বপ্নের ঝাঁক
কত প্রাণ তারে দিয়েছে যে ডাক
সে নিজেরে নিয়ে বাঁচে
একাকীত্বের আঁচে;
আজীবন সে রাখলো মাথা
ওই দূরের কাঁধ।