তুই আজ বেশ শক্ত পোক্ত
বুক চিতিয়ে বয়ে বেড়াস পাপ হাজার,
একটা সময় আসবে দেখিস
পারবি না বইতে নিজ দেহেরই ভার।
সময় হবে অসময়,
সাধের গাছে ধরবে না ফল
রঙ বেরঙের রসময়।


রঙ বেরঙের পাপ মাখলি রে গায়
সব রঙ মিলে হয় অন্তিমে কালো,
দুই পলকের মানব জনম
পাপ ঝলকে করলি তারে অগোছালো।
তোর জীবন বিফল
মরণ করলি বিষময়।


ভয় নিয়ে তুই ছাড়বি রে দুনিয়া
জীবনান্তে তোরে কেউ না ছোঁবে,
তুই পাবিনা পরমের দয়া
পুড়বি জানিস তার চরম ক্ষোভে।
তোর জীবন নিষ্ফল
ডাকছে তোরে দুঃসময়।