পলকের তরে এসেছিলে তুমি
আমার জীবনের ছোট গল্পটায়,
হয়নি গড়া স্মৃতি
ভুগে যাই আমি স্মৃতি স্বল্পতায়।


কতিপয় স্বপ্নও উঁকি দিয়েছিল
থমকে যাওয়া ক্ষণিকের ঘোরে,
যুবতী চাঁদনী রাত
বুড়িয়ে প্রখর সূর্যে যায় যে মরে।


ক্ষীণপ্রাণ ভালোবাসা অধরা দূরের
বহু চেষ্টায় শোনা প্রিয় কোন সুর,
কথাগুলো অস্পষ্ট
আকুলতায় হৃদয়ে চলে ভাংচুর।


কিছু দুষ্প্রাপ্য যতনে পাওয়া বই
পড়ে শেষ করার আগেই হারায়,
শূন্যে সান্ত্বনা খুঁজি
আক্ষেপেরা যন্ত্রণার মাত্রা ছাড়ায়।