আমার সুখ পিরানটা ছিঁড়ে গেছে
আমি দুখের হাওয়ায় কাঁপি,
আমি কেমন করে দিন কাটাবো
দিন রজনী ভাবি।


মন কারিগর বানাইছিল
আমার সেই সুখ পিরান,
মজুরি হিসাবে দিছি তারে
আমার পুরাটা পরাণ।
সেই পিরানটা ছিঁড়ে গেছে
সেই কারিগর চলে গেছে
বলনা কে আমায় তার কাছে নিয়ে যাবি।
আমি কেমন করে দিন কাটাবো
দিন রজনী ভাবি।।


হরেক রঙের হরেক সুতায়
ছিল আমার সুখের ভাব,
মন কাড়া নিপুণ কারিগর
জানতো সে মনের মাপ।
অনেক মানুষ ছিল কাছে
আমি যাইনি কারো কাছে
তারেই দিছি আমি আমার মনের চাবি।
আমি কেমন করে দিন কাটাবো
দিন রজনী ভাবি।।