এ কেমন আমারে ভালোবেসেছ
জগৎ করে ছিন্ন
হতে পারিনি তোমার কপালের টিপ
হয়েছি কলঙ্কের চিহ্ন।


আমি অবাক হয়ে যাই
কেমনে তুমি ভেসে বেড়াও
আমার মত মেঘে,
কতইবা যতন করে পোষ,
কতনা যতনে আমায় রাখ ঢেকে।


আমার অনেক ঈর্ষা হয়
তোমার পরাণের ঐশ্বর্য দেখে
আমি জ্বলে যাই,
নিজেই নিজের সাধারণে
তোমার অসাধারণে আমি খাবি খাই।


আমার চোখে তুমি কি দেখ
জগতের বাকী চোখ তুমি অন্ধ ভাব
তোমার চোখ অদ্ভুত,
নিজের ভালোর চাদর তলে
লুকাও তুমি আমার যাবতীয় খুঁত।