তুমি আছ বলে
ঘটা করেই খোয়াব দেখি,
মন বারান্দায় ঝুলে রঙিন বাগানবিলাস
পতনের ভয় নেই সেই রঙিনদের
ওরা যে তোমার আসকারার হুকে আটকানো!
সেই বারান্দায়
সুডৌল ভাবনারা ইচ্ছেমাফিক খেলে যায়
চপল চড়ুইয়ের উন্মাদনায়।


তোমার সুবাদে
অসচ্ছ্বলতার কাঁথায়ও
নিশ্চিন্তে চলে লালা নিঃসৃত ঘুম,
এবং দুশ্চিন্তা খারিজ করা আলসে ভোরে
ঊন-ঘুমে বেল বাজায় চায়ের কাপের প্রিয় টুংটাং;
তুমি আছ বলে
বয়েসী দিনগুলোর ঠোঁটে লেগে আছে
তোমায় ভোগের স্বাদ।


তুমি আছ তাই
গর্বের গর্ভে জন্ম নেয় বারেবার
ঋজু ভঙ্গির মননেরা।


তুমি আছ বলেই
চুমুর সাধ জাগে
স্বাধীনতা তোমার পায়ে দিলেম চুমু।