মানুষ এতই অবুঝ বোকা
শুধু একলাই থাকবে ভালো
সীমিত আলোর সবটাই যেন তার চাই;
নিজে একলা বাঁচবে বলে
পরের জন্য খুঁড়ছে সে খাদ,
দুনিয়া জোড়া চলছে ভালো থাকার বিবাদ।


মানুষ যেন ছোট্ট খোকা
বিবেকের পাঠ গেছে ভুলে
করছে হিংসার চাষের বাম্পার ফলন;
সত্যে-সুন্দরেও নাকি অরুচি
ভুলেছে সে সৃষ্টির সেরা জাত,
দুনিয়া জোড়া চলছে ভালো থাকার বিবাদ।


মানুষ আজ নষ্ট ঘুনপোকা
মনের সুখে অন্যের সুখ খায়
দক্ষতার সাথে বিভাজন শিখছে মানুষ;
সে একলাই শুধু উপরে যাবে
ছুঁয়ে দেখবে আকাঙ্ক্ষার চাঁদ,
দুনিয়া জোড়া চলছে ভালো থাকার বিবাদ।


মানুষ নিজ স্বার্থে একরোখা
ভগ্নাংশ ছাড়েও কঠোর হিসেবী
লাভের দলিলে শুধু নিজের নাম চায়;
অন্যের ক্ষতিতে কি আসে যায়
সে একলা বাঁচার নেশায় উন্মাদ,
দুনিয়া জোড়া চলছে ভালো থাকার বিবাদ।