দেশপ্রেমিক কি না জানিনা।


তবে এখনও কোথাও লাল সবুজের
টুকরো উড়তে দেখলে
চোখের বেলকনি স্যাঁতস্যাঁতে হয়, কিংবা
সামরিক কায়দায় হাত উঠে কপালের উচ্চতায়,
এ আমার একান্তই সত্য অনুভূতি;
আর কারও হয় কি-না কাউকে জিজ্ঞেস করিনি।


কোথাও বাংলাদেশের মানচিত্র দেখলে
নিটোল বিস্ময়ে চেয়ে রই
এটা আমার, আমারই দেশ।
অবসরে-আনমনে-অজান্তে-যতনে
ব্যবহৃত খসড়া কাগজে লিখে যাই
সেই পুরোনো অভ্যেস-
বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ...
শুধু এই আবেগই সম্বল
নিজেকে দেশপ্রেমিক প্রমাণের,
নিজেকে নিজেই প্রত্যায়িত করি বারেবার।


প্রেমিক হতে হলে নাকি
অনেক দায়িত্ব নিতে হয়,
শুধু আবেগ নিয়ে নাকি প্রেমিক হওয়া যায় না!
মাঝে মাঝে তাই অস্বস্তি জাগে
দেশের জন্য 'কি করলাম' জাতীয় শূন্যতা নিয়ে;
তাই স্ব-সংজ্ঞায় আমি 'ভীতু দেশপ্রেমিক'।
'ভীতু দেশপ্রেমিক'কে কি
অস্বীকার করে সংবিধান?
বা তার জন্য শাস্তির বিধান আছে দন্ডবিধিতে?


মুখযোদ্ধা বহু দেশপ্রেমিক দেখি চারপাশে
দেশটাকে লুটেপুটে খায় খুঁটে খুঁটে....