শীতের প্রভাতে শিশির ভেজা  সবুজ  ঘাসে
তোমার হাত ধরে হেটে চলা কিছু সময়
পায়ে শিশিরে  শীতল পরশ
আমার হাতে তোমার উষ্ণ ছোয়া
হৃদয়ে আমার খুসির  নৃত্য, সুখের স্রোতধারা।
আমার এ অনুভূতি বুঝেছ  তুমি?

অমাকে কাছে পাওয়ার এ আনন্দে
তোমার হৃদয় কি উল্লোসিত?
নাকি অন্য কারো কথা ভেবে
অন্য কল্পনায় তুমি
অন্তরের অন্তরালে ঠকাচ্ছো আমাকে?

তোমাকে সুখে রাখতে সংসারের ব্যায় মিটাতে
ওভার টাইম খেটে সারাদিন ব্যাস্ত আমি।
এ ব্যাস্ততার মাঝেও কল্পনায়  চলে আসো তুমি।
খোলা চুলে, কপালে কালো টিপ, চোখে কাজল
তোমার হাসি মাখা মুখ যেন এ হৃদয়ের হৃদ স্পন্দন।

ঘরের কাজ শেষে একটু অবসরে
আমার কথা ভেবেছ তুমি?
নাকি অন্যকেউ তোমার কল্পনায়
দানবিয় পাখা মেলে তোমার হৃদয়ে উড়ে বেড়ায়?
অন্তরের অন্তরালে ঠোকাচ্ছ আমায়?

সামাজিকতার বন্ধনে আমরা খুব কাছে
কিন্তু,
তোমার হৃদয়ে আমার মূল্য কতটুকু
নাকি শূন্যতাই প্রাপ্তি আমার হাতে???
অন্তরের অন্তরালে ঠোকাচ্ছ আমাকে?????