সাতাশ বছর অপেক্ষা করে তোমাকে পেলাম
অনাকাঙ্ক্ষিত তাও বারো বছর পর দেখিলাম।
তুমি আছ সেই আগের মত, লজ্জাবতী পাতায়
রূপ যৌবন দেহের চাহুনীতে, আজ হিসেব মিলায়
এক বিন্দু পরিমাণ পাল্টে গেলে, নিশ্চয়ই বুঝে যেতাম।


সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে, তোমাকে দেখবো বলে
বিনিদ্র রজনীতে ভোরের আলো ফুটলো তবে।
চট জলদি রেডি হয়ে অদৃশ্য উত্তেজনা বুকে চেপে
তোমাকে দেখবো বলে, ছুটে চলা সুদূর প্রান্তে।


তুমি আসলে পাশে বসলে, তাকিয়ে হাসি দিলে
এখনো চোখে ভাসে, রয়ে যাবে অনন্ত অসীম কালে
স্পর্শ দিলে, গন্তব্যহীন পথ হাঁটলে, ভালবাসায় জড়ালে।
স্বপ্নের মতো আসলে, আবার চলে গেলে
দিয়ে গেলে বেদনা বিষাদে দীর্ঘ নিঃশ্বাস।


আবারও অপেক্ষায় রবো,
কোন এক সাতাশ বছরের
দেখা হবে নিশ্চয় লজ্জাবতী পাতায়
বছর বার অন্তর সুদীর্ঘ  অন্তর
তবুও বলা হল না-
ভালবাসি তোমায় ভেসেছিলাম তোমাতে।