কনকনে শীতের রাতে
দুই জনে মিলে মিশে
ভয় উতকন্ঠা বেদ করে
বহুদিনের প্রতীক্ষার শেষে
তুমি আমি আজ আলিঙ্গনে।


চারদিকে অন্ধকার - প্রচণ্ড কুয়াশা
আমার গাঁ সামান্য কাপড়ে ঢাকা
রাতের নির্জনতা ভেঙে- সামনে চলা
মিলিত হওয়ার প্রচণ্ড আখাংকা ।


13 মাইল পায়ে হেঁটে
প্রিয়া কে দেখার আনন্দে
সকল ভয়-ভীতি দূরে ঠেলে
অবশেষে তোমার দুয়ারে  ।

হালকা শব্দ করতে ই
বাহিরের দরজা টা খুলে
আচমকা জড়িয়ে ধরলে
হারিয়ে যাওয়া প্রিয়তম কে।


দীর্ঘক্ষণ আমার অপেক্ষায়
বাহিরে দাঁড়িয়ে থাকায়
তোমার শরীর ছিল ঠান্ডায়
সে যেন এক বরফ খণ্ড।


অনেক দিন পরে এ বুকে পেয়ে
সব ভুলে সর্ব শক্তি দিয়ে
জড়িয়ে ছিলাম তোমাকে
আমার বক্ষ পিন্ডে।


তবুও তুমি বললে-
আমাকে কি তোমার বুকে
ধরেছ কেন আস্তে,
একটু মন উজাড়  করে
আলিঙ্গন করা ভুলে
তবে তুমি পর হলে অবশেষে ।


আমি বিমোহিত হলাম গিয়ে
আমার চির-চেনা সে
তোমার রাজ দরবারে ।


সুন্দর করে সাজিয়েছে যে
আমার আগমনে ।