অনিশ্চিত পথের নিশ্চিত যাত্রা; এরই নাম মৃত্যু
শুধু দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে কি হয় মৃত্যু!


না! বিবেক বিসর্জন দিয়ে পাওয়া সম্পদের পাহাড়কে
আকড়ে ধরে বেঁচে থাকা হলো মৃত্যু।


সত্যকে সত্য জেনেও,মিথ্যাকে সমাজের সম্মুখে তুলে ধরে
বাহবা! পাওয়ার প্রচেষ্টার নাম মৃত্যু।


ক্ষমতা লাভের আশায় ভ্রষ্টাচার নেতার পা চেটে জীবনটা
কাটানোর অপর নামই হলো মৃত্যু।


নিজে ভাল থাকার আশায় সমাজে চললাম অন্যায়ের
প্রতিবাদে শামিল না হওয়াটাই মৃত্যু।


লেবাসে মুমিন,গলার জোরে পাক্কা মুসলমান;তবে কাজের
বেলা ঘন্টা,এমন ভাবে বাচাটা মৃত্যু।


সুবিধাভোগী ফতুয়ার জোরে নিজের ঈমানকে বিক্রি করে
আলোচনায় আসার নাম হলো মৃত্যু।


খোলা চোখকে সাক্ষী রেখে দেখুন , আমি-আপনি আমরা  
সবাই কিন্তু এ মৃত্যুর পথের পথযাত্রী।


কোন মুমিনের মন কখনো স্বায় দিবে না;হতে এ পথের যাত্রী
তবে আমরা কিসের মুমিন,ঈমানদারই তো হতে পারি নি।