সামনে-পিছনে ঘন অন্ধকারে ছেয়ে আছে,
হাজারো অব্যক্ত প্রশ্নের মাঝে দাড়িয়ে আছি
অব্যক্ত প্রশ্নগুলো নিরন্তর উত্তর খুঁজে চলছে ।


আবছা অন্ধকারে দুটি অবয়ব দাঁড়িয়ে আছে;
চারটি প্রশ্নের উত্তর খোলা চোখে দিতে পারলে
পরবর্তী প্রশ্নগুলো নিজেরাই উত্তর পেয়ে যাবে।


প্রথম চারটি প্রশ্ন— কি,কিভাবে,কখন,কোথায়!
ঝড়ো হাওয়ার ভয় সাথে পর্যাপ্ত রসদের অভাব
চিকন সলতের ছোট কুপি টিমটিম করে জ্বলছে
কূপির আলো স্বল্প হলেও উত্তর তো পেতেই হবে।