আকাশের মনে বাতাসের জোয়ার;
সাথে মেঘপুঞ্জে ঘিরে আছে আকাশটা।


এমন ক্ষণে বৃষ্টির বড়ই প্রয়োজন ছিল!
কিন্তু বৃষ্টি কি হবে,তাকিয়ে আকাশ পানে।


কি যে ভাবি চুপচাপ, কোন ধ্যান থাকি,
আকাশের জমিন জুড়ে কত ছবি আঁকি।


কোথা হতে কোথা যাই; কোন তালে চলি,
বাতাসের কানে কানে কত যে কথা বলি।


যাই হোক,মেঘ যখন করেছে;বৃষ্টি তো হবে।
হোক না আশা সীমিত,প্রাপ্তিটা তো বড় হবে।