কোন এক অজানা কারনে…
অন্তকর্ণের স্মৃতিগুলো ধীরে ধীরে
কোণঠাসা হয়ে যাচ্ছে
চাইলেও আমি এখন ইচ্ছেমতো
ঘুরতে যেতে পারি না!!


কালামিয়ার চা স্টলে বসে
আয়েশ করে চা খেতে পারি না।
বটতলার হালিমের দোকানে
জমিয়ে আড্ডা দিতে পারি না।
শুভাশীষের দোকানে কিসমিস
খাওয়ার বাহানাতে দাঁড়াতে পারি না।


ঘন্টা ধরে খালপাড় হতে
নদীর তীর অবধি হেটে যেতে পারি না,
প্রিয় বড় মসজিদের সিড়িতে বহুক্ষণ
চুপচাপ বসে থাকতে পারিনা।
গভীর রাতে কায়েস ভাইয়ের
রিক্সায় চড়ে আর ঘুরতে পারি না।


সময় বড়ই কৃপণ;
আমি যেন তার কাছে চিরতরে বন্দী।
একমাত্র মৃত্যুই পারবে আমাকে
এই শৃঙ্খল থেকে মুক্তি দিতে।