পুরো শহরটা সেজেছে তোমায় বিদায় দিতে
তোমার বরটা হাসিমুখে গাড়ির দরজায় দাড়িয়ে!
বাবার চোখে জল,মা ও অঝোরে কান্না করতেছে।


লাল টুকটুকে বেনারসি আর রাঙ্গা মেহেদী হাতে
আলতো করে ঘোমটা টেনে দাড়িয়ে আছো তুমি।
দূর থেকে মুখটা আবছা দেখা যাচ্ছে…মনে হচ্ছে
আমি দাড়িয়ে আছি রূপকথার রাজকন্যার সামনে।


আমি এক পরাজিত মানুষ এই জীবন সংসারে
অনেক স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে;সব স্বপ্নের মৃত্যু হলো।
তুমি গাড়িতে উঠে যখন দরজাটা বন্ধ করলে…
আমার স্বপ্ন বাহী কফিনে শেষ পেরেক টা লাগিয়ে দিলে।


প্রতিটি মানুষের গল্পে একজন খল নায়ক থাকে;
তোমার গল্পে আমি নাকি, আমার গল্পে তুমি
সেটা সময় বলে দেবে।