আমি কবি নই,
কিন্তু লিখতে চাই, যখন যা চাহে মন।
প্রেম,বিচ্ছেদ, বিদ্রোহ কিংবা দ্রোহ নিয়ে।
লিখতে চাই,
রাজনীতি, সমাজনীতি এমনকি অর্থনীতি নিয়েও।
ক্রমাগত দ্রব্যমূল্যের লাগামহীন  উর্ধগতি,
দরিদ্রের দুঃখ দূরদশা, না খেয়ে বেঁচে থাকার করুণ সংগ্রাম নিয়েও৷
আমি কবি নই,
কিন্তু নির্ভয়ে বলতে চাই এই রাষ্ট্র যন্ত্রের ভয়াবহতা,
দুর্নীতি, লুটপাট, দূর্বলের উপর মৃত্যুর হাট।
এছাড়াও লিখতে হবে উন্নয়ন, পৃথিবীর রঙ বদলে দেওয়ার নিদর্শন।