পবিত্র এ দেশের মাটি
হে মম জননী ?
করেছো বাঙ্গালি,
মানুষ করোনি।
দিন বদলের পালায় ভুলে যাচ্ছি তোমায়।
এক চেটিয়া ক্ষমতা কিংবা বৃত্তশালীর নেশায়।
অথচ তোমাকে ভুল যাবার নয়।
ভুলে যাবার নয়,
বাহান্নর ভাষা আন্দোলন,
ছেষট্টির ছয় দফা,উনসত্তরের গণঅভ্যুত্থান,
সত্তরে নির্বাচন।
ভুলতে পারিনা সেই ভয়াবহ একাত্তরের ২৫ শে মার্চ,
রক্তের বন্যায় ভেসে যাওয়া ঢাকার রাজপথ,
সন্ত্রাসীর গুলিতে পরে থাকা নিরস্ত্র হাজারো
বাঙ্গালির নিথর দেহ।
ভুলতে পারিনা ১৫ই আগষ্টের শেষ রাত;
একুশের বিকেলে গ্রেনেড আঘাত।
কেন বার বার একুশকেই বেছে নেওয়া হয়?
১৯৫২ কিংবা ২০০৪; ওরা ভাষাকেই হত্যা করতে চায়?
একটুও কি মনে পরে না..?
সেই ভয়াবহ দুঃস্বপ্নের রাত,
রক্তাক্ত সময় ?
এখনো হৃদয়ে রক্তক্ষরণ হয়, মাঝে মাঝে কম্পিত হয়ে উঠি,
শিউরে ওঠে লোমহর্ষক।
নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম কতশত প্রাণের বিনিময় বাংলার ভাগ্য আকাশে পরাধীনতার সূর্যাস্তমিত যায়,
অবশেষে ১৬ই ডিসেম্বর বাঙ্গালী পায় বিজয় উল্লাস।
সেই থেকেই পরাধীনতার শৃংঙ্খল ভেঙে আমরা স্বাধীন। বিশ্ব মানচিত্রে খচিত হলো একটি দেশ
  ❝ বাংলাদেশ ❞
সেই থেকে আমরা বাঙালি,
       বাংলাদেশী


১১-১২-২০২২ ইং