এখনো তোমাকে দেখলে আমার প্রচণ্ড মায়া হয়,
অবশ্য তোমাকে হারানোর জন্য নয়,
তোমার প্রতি অন্যদের অবহেলা দেখে।
তোমার নিঃসঙ্গতা, চোখের ভেতর শূন্যতা,
হাহাকারে মোড়ানো এক অব্যক্ত কষ্ট,
এসব দেখেই আমার খুব মায়া হয়।
তুমি হয়তো হাসো, চারপাশে আলো জ্বলে,
তবু আমি দেখি সেই অন্ধকার আচ্ছন্নতা ,
যেখানে তুমি একা, খুব একা।
তোমার ভেতরের ঝড় আমি শুনতে পাই,
যেখানে কেউ শোনে না, বোঝে না।
আমি চাই না ফিরে আসো,
চাই না তুমি আবার আমার হও।
শুধু চাই, কেউ হোক
যে মায়ার চাদরে তোমার শূন্যতা ঢেকে দেবে,
যে ভালোবাসবে, যেমন আমি একদিন চেয়েছিলাম।