হটাৎ করেই তোমাকে খুব মনে পরে ছিল।
মনে হয়েছিল শত সহস্র স্মৃতি।
এক মুহূর্তের জন্য ফিরে গিয়েছিলাম,
তোমার অবজ্ঞা, অবহেলা,সব শেষে ছেড়ে যাওয়া,
আমার তিক্ত অভিজ্ঞতায়।
বার বার চেষ্টা করেও মনে করতে পারিনি অতীতের সুখস্মৃতি।
এতোটা অবজ্ঞা, অবহেলা মানুষ কি কখনো করে ?
যতটা তুমি করেছিলে ।
এখন বড্ড যানতে ইচ্ছে করে,
কেমন আছো ?
কেমন চলছে ?
অবশ্য ভালোই আছো,ভালো থাকার জন্যই তো মানুষ মানুষকে ছেড়ে যায়।
তোমার অর্থ-সম্পদ,বিত্তশালীতা এখনো কি সুখ দেয়..?
নাকি মাঝে মাঝে তোমাকেও ভাবায়..?
আজ অবশ্য তোমার কোন উত্তর শুনবো না।
শুনেই বা কি লাভ..?
লাভ ক্ষতির হিসেব যে অনেক আগেই চুকিয়ে গেছে।


১০ এপ্রিল ২০২৩