মনুষ্যত্ব মানবতার এ কেমন পরাজয়,
সত্যের লয় মিথ্যার জয় এ নির্মম অবক্ষয়।
দুর্নীতিবাজ, জালিম, সন্ত্রাসী, আজ  সমাজপতি,
সৎ চরিত্রবান মানবতার ফেরিওয়ালার নেই কোনো গতি।


পূর্ণবান সরল সোজা মানুষের আজ পাগল বলে ঠাট্টা কর,
ওদেরই সম্পদ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়।
দর্প ভরে বুক ফুলিয়ে কর অহংকারে বিচরণ,
অভিশাপের সাথে জীবন সাঙ্গ হবে মুদিলে নয়ন।


মনুষত্ব মানবতা হীন অধম,
দুখী জনের ক্রন্দনে হৃদয় হয় না  নরম।
সর্বহারাদের পিঠে পা রেখে,
উঠে গেছো তুমি শাহীতখতে।


চির দুঃখীরা অনাহারে মরে,
আসনি  কভু দেখার তরে।
অন্যায় অত্যাচার অপমান সয়ে,
সহজ সরল জীবন যায় ক্ষয়ে ক্ষয়ে।


প্রলয়ংকারী কালবৈশাখী ঝড় ওদের জীবনে বয়ে যায়,
চির সংগ্রাম করে বেঁচে থাকে তারা দুঃখ কষ্ট বেদনায়।
নির্মম নিষ্ঠুর পাষান ভূবন,
অন্যায় অবিচারে ঝরে যায় লাখ লাখ জীবন।


সত্যের সূর্যটা   উঠবেই,
মিথ্যার পরাজয় হবেই।
এটাই জগতের বিধান,
সময় করে তারই আঞ্জাম।


অহংকার শক্তি চিরদিন থাকেনা,
ইতিহাস কেন তোদের মনে থাকে না।
মানুষ হ আবার তোরা মানুষ হ
নইলে নাই মুক্তি তোদের-
বাঁচার আশা দুরূহ।


কূল কূল স্রোতে যে নদী  বয়ে যায়,
বাঁধ কেন তারে কোন দুরাশায়!
তীর ছুড়ে মার কেন  বিহঙ্গরে,
জীবনটা তার কেড়ে নাও কোন অধিকারে?


মানুষ হ তোরা মানুষ হ,
সমগ্র সৃষ্টির প্রতি সদয় হ।
পাপের জীবন থেকে ফিরে,
নীড় বাঁধ পুণ্যের জীবন ঘীরে।


মানুষত্ব মানবতা জীবনের বড় পরিচয়,
এ ছাড়া অভিশপ্ত জীবন বড় কলঙ্কময়।
পাপের পাহাড় গড়ে কি হবে বেঁচে,
অনন্তকাল যাবে শুধু কেঁদে কেঁদে।


আমাদের এই সুন্দর পৃথিবী,
আমাদের পাপের কারণেই হয় ধ্বংস।
তার রয়েছে কত ঘটনা ইতিহাস স্মৃতি,
বিলীন হয়ে গেছে রাজা-বাদশার বংশ।


নিজের কারণে কেউ আসে নাই ধরাই,
মানুষ মানুষের জন্য জীবন বিলাই।
স্রষ্টার সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত,
উন্নত শিরে শোভা পায় হীরক তাজ।


ক্ষয়ে ক্ষয়ে জীবন সূর্য তলিয়ে যায়,
সর্বহারা হয়ে শূন্য হাতে চির বিদায়।
স্রষ্টার বিধান কখনো হয়না লঙ্ঘন,
               আখেরি জীবনের সম্বল-
পূর্নের ডালিতে ভর তোমার জীবন।।