আমি কে?
আমি মানব সন্তান,
আল্লাহ সৃষ্টির সেরা বলে দিয়েছেন সম্মান।
  করি বনে নদীতটে গীরি মর্মর পর্বতে পদচারনা,
আমার প্রেমে কারো করি না বঞ্চনা।
সৃষ্টি সুখের উল্লাসে ছুটে চলি অবিরাম,
কণ্টকাকীর্ণ বন্ধুর পথে করি সংগ্রাম।
চির-উন্নত রক শির,
বুকে জড়িয়ে রাখি মম ধরিত্রীর।
আমাকে যিনি করেছেন সৃজন,
তারি খুশিতে  দিব জীবন।
ধুসুর জগতে মরু সাহারায়,
সূর্যটা যেন অগ্নি ছড়ায়।
সেখানেও এই মানবের  পদ সঞ্চালন,
সাহারারে করিছে পালন।
গ্রহ থেকে গ্রহান্তরে,
চন্দ্র থেকে মঙ্গলে।
এই মানুষেরই পদযাত্রা,
ডিজিটাল থেকে সুপারসনিকে দিয়েছে মাত্রা।
সৃষ্টির সেরা মানব আল্লাহর প্রিয় ভাজন
আমি সেই মানব,
করিনা ভয় কোন দৈত্য দানব।
ভয় নাই ওরে ভয় নাই,
আল্লাহ মোদের চির সহায়।