চারিদিকে যত দেখি সবুজ আর সবুজ
উপরে নীল আকাশ,
দুঃখ-কষ্ট রিক্ত অবুজ,
প্রানটা জুড়ায় মধুর বাতাস।
ঝিরঝির বাতাসে ফুল দোলে,
প্রজাপতি তারই পাশে ডানা মেলে।
হাজার ফুলের ঘ্রাণে,
ভ্রমরা ছুটে আসে মায়াবী টানে।
কত ফুল ঝরে যায়,
ফুলদানিতে শোভা না পায়।
ঝরা ফুল টারে,
কেউ আদর করে নারে।
মিশে যায় চিরতরে,
এই মাটির পরে।
হাজার পাখির কলতান,
জুড়ায় এই ব্যতীত প্রাণ।
পাখিরা যখন উড়ে যায়,
মনটা আমার কাঁদাই।
বুঝিতে পারিনি হায়,
কখন নিজেরে ফেলেছি হারায়,
চিরন্তন প্রেমের মায়ায়।।