অসহ্য অসীম কষ্ট সহ্য করে,
'মা' তোমাকে জন্ম দিলেন পৃথিবীর পরে।
একদিন চলে গেলেন পৃথিবী ছেড়ে,
'নবজাতক' তুমি কাঁদো শুধু হাত পা নেড়ে।
'এরপর-
সারাটা জীবন ধরে
কত যে কষ্ট করে
বেঁচে আছো এই পৃথিবীতে।
রোগে শোকে অনাহারে
ঝড়ঝঞ্ঝা, তুফান, সাইক্লোন, টর্নেডোতে,
জীবন তরীর হাল
ভেঙ্গে গেছে বারবার
আসেনি কেউ কভু সান্তনা দিতে‌।


যা কিছু করেছে সৃজন পৃথিবীতে আদম সন্তান,
রাজ্য রাজ সিংহাসন শহর- বন্দর নগর গ্রাম।
এরই মাঝে যা কিছু আছে,
সবি তো কষ্টের প্রতিদান।


কত ত্যাগ কত কষ্ট কত যে জীবন গেছে ঝরে,
তারই ফল উন্নতির চরম সোপান আজ ঘরে ঘরে।
কষ্ট ছাড়া কখনো কিছুই হয়নি সৃজন,
কষ্ট ছাড়া সৌভাগ্য আসে ভাবে কে এমন?


আল্লাহর নবী রাসুল সৌভাগ্য গুনে পেয়েছেন নবুওয়াত,
অক্লান্ত কষ্ট করে মানুষকে দিয়েছেন তৌহিদের দাওয়াত।
বিনা কষ্টে কেউ কখনো হয়নি মহিয়ান,
কেউ হয়নি মাওলানা বুজুর্গ
কেউ হয়নি রাজা বাদশা
কেউ হয়নি মন্ত্রী সেনাপ্রধান,
কষ্ট ছাড়া হয়নি লেখক
হয়নি কবি মহাকবি
সৌভাগ্যের সন্ধান কেউ পায়নি আগাম।


কেউ হয়নি বিজ্ঞানী ডাক্তার,
কেউ হয়নি ইঞ্জিনিয়ার।
কষ্ট ছাড়া কেউ হয়নি সমাজসেবক,
কষ্ট ছাড়া যে পেয়েছে সুখ সে প্রতারক।


কষ্টের সাগরে ভাসতে ভাসতে,
সবাই তো চায় সুখের সাথে বাঁচতে।
কেউ সুখ পায় কেউ পায় না
তবুও সংগ্রামী জীবন থেমে থাকে না।


কতজনের কত যে কষ্ট,
জীবনটাই হয়ে যায় নষ্ট।
কেউ রোগে-শোকে কষ্ট পায়,
কারো ঘরে আহার নাই।
কেউ ফুটপাতে ঘুমাই,
তার বাসস্থান বলে কিছু নাই।
কেউ বিলাসিতা অর্থের কষ্টে ভোগে,
কেউ কদর্য চেহারা নিয়ে কাঁদে।
কেউ প্রেম বিরহের শিকার হয়,
সারাটা জীবন আঁখি অশ্রু বয়।
কেউ ক্ষমতা পদ্ না পেয়ে কষ্ট পায়।
কেউ মান-সম্মান হারালেও কষ্ট পায়।


কেউ স্রষ্টার সৃষ্টি মানবজাতি,
আর সমস্ত কীটপতঙ্গ পশুপাখি,
এদের প্রতি দেখলে নিষ্ঠুর নির্যাতন,
কষ্ট পায় কাঁদে এদের মন।


যে জাতি যত করেছে কষ্ট,
সে জাতি পৃথিবীতে তত উন্নত।
আজ অত্যাধুনিক নব নব আবিষ্কার,
যে করেছে কষ্ট অবদান তার।


ইন্টারনেট, সফ্টওয়্যার, মোবাইল ফোন,
করেছে ব্যবহার কোটি কোটি কোটি জন।
স্যাটেলাইট, রকেট, অত্যাধুনিক আকাশযান,
আরো সাগর বক্ষে ভাসমান।
শত সহস্ত্র প্রকারের বিলাসি জলযান,
স্থলে চলে 'মেট্রোরেল, শত সহস্র প্রকারের যান।


এ সবি শ্রমিকের কষ্টের প্রতিদান।
আজ পৃথিবী থেকে চন্দ্র,
চন্দ্র থেকে মঙ্গলে,
এই মানুষের অভিযান।
এ তো সেই মেহেনতি শ্রমিকেরই অবদান।


পৃথিবীটা হাতের মুঠায়,
তোমার ঘরের কুঠায়।
আনন্দে হৃদয় ভরে যায়,
যাদের কষ্টে হইল এমন শুধু তারা নাই।


অচেনা এক স্বর্গে,
দুর্গম খনির অন্ধকার গর্ভে।
কুড়াল যারা মণিমুক্তা স্বর্ণ হীরা,
অনেকেই জীবন্ত সমাধি হইল তারা।


বাসযোগ্য করে গেল যারা পৃথিবী,
সরণ কি করো তাদের স্মৃতি।
কষ্টের যাতনা সইতে না পেরে,
চলে গেছে তারা পৃথিবী ছেড়ে।


কষ্ট করে রক্ত দিয়ে জীবন দিয়ে,
নব নব সৃষ্টির উল্লাসে মাতিলে যারা।
সীমাহীন কষ্টের শরাব পিয়ে,
আধার পৃথিবীত জ্বালালে আলোর ঝর্না ধারা