আজ আর কবিতা লেখা হলো না,
সুখ দুঃখের কথা বলা হলো না।
সময় স্রোত বয়ে গেছে বহু দূরে,
আসবেনা ফিরে আর যতই ডাকি সুরে সুরে।


জোনাকিরা  আলো জ্বেলে উড়ে ছিল,
আকাশের তারা গুলি মিটিমিটি জ্বলে ছিল।
কোন কিছুই আজ দেখা হলো না,
জানা-অজানার পরিচয় হলো না।


ব্যথিত হৃদয়ে আমি নির্বাক দিশাহারা,
প্রিয়জন বিচ্ছেদে কেঁদে কেঁদে হই সারা।
যেমন ছিল পৃথিবীতে তেমনই আছে,
তবুও যেন মনে হয় কি নেই আমার কাছে।


রজনীতে নিভুতে নীরবে আঁখি অশ্রু ঝরে,
কত যে মধুর স্মৃতি আজি মনে পড়ে।
ক্লান্ত পরিশ্রান্ত দুর্গম পথের পথিক আমি-
তাই আজ আর লেখা হলো.
জীবনের  কোন গান গাওয়া হলো না।


মনে হয় পায়ের তলের জমিন সরে সরে যায়,
আমি যেন শূন্য ভাসি বড় অসহায়‌
কোথায় কখন কোন সে কালে, ভালোবেসেছিল সে মোরে,
স্মৃতির পাতা উল্টে উল্টে খুঁজে ফিরি তারে‌।


দুঃখ কষ্ট প্রেম বিরহ বেদনা এই বুকে  ভরা
হৃদয়ের নদীতে ঝরে অবিরাম ঝর্না।
জীবন স্রোত অবিরাম ধেয়ে যায়,
আমি সৃষ্টির সেরা হয়েও কত যে অসহায়।


হাহাকার  হৃদয়ে প্রেমের ফল্গুধারা আর এলো না,
তাই আজ আর কবিতা লিখা হলো না।
মনের হাজারো অব্যক্ত কথা বলা হলো না,
স্বপ্নের জগতে বলাকার মতো উড়া হলো না।


ভ্রমরের মতো গুনগুন করে গান গাওয়া হলো না,
প্রজাপতির মতো রঙিন পাখা মেলা হলোনা।
কত যে কথা ছিল বলা হলো না
আধারের মাঝে পথ হারিয়ে কোন কিছুই দেখা হলো না।


বেদনাবিধুর এই জীবনের কবে হবে অবসান,
আনন্দ আর হাসি গানে ভরিবে প্রাণ।।