কিছু কিছু মেয়েদের বিয়ে করলে হাই,
সারাটা জীবন ধরে জ্বলতে হয়।
জ্বলতে জ্বলতে একদিন তাই,
জীবনটা অকালেই  ঝরে যায়।


নারী নামে 'নাগিনী' যদি থাকে ঘরে,
সেই ঘরের স্বামী অকালেই মরে।
স্ত্রীর মধুর প্রেম  সুখ আনে প্রাণে,
সংসার ভরে থাকে হাসি আর গানে।


সেই নারী নেই মোর ঘরে,
এসেছে  আগুন জ্বালানোর তরে।
আমার জীবনে   প্রেম নাই,
হৃদয়টা ভরে গেছে বেদনায়।


ফুল ভেবে ভুল করে এনেছিলাম ঘরে,
সেই ফুল আজ কাটা হয়ে ঝরে।
ঝরা কাটা আমার পায়ে বিঁধে যায়,
জীবনটা হারায়  মরু সাহারায়।


এমনি করে চলতে চলতে একদিন হাই,
জীবনের প্রদীপ নিভে যায়।
পড়ে থাকে সংসার পড়ে থাকে পৃথিবী
চিরন্তন সত্য এটাই রীতি।


জগৎ বাসির আমি বলে যাই,
প্রেমহীন জীবন কোন জীবন নয়।
আছে  জানি জীবনে দুঃখ কষ্ট বিরহ বেদনা
তাই বলে কি সারাটা জীবন কাটবে প্রেমহীন অসীম শূন্যতায়!