শান্তির বার্তা
তোমার প্রেমের ফল্গুধারায়,
নিজেরে যে কখন ফেলেছি হায়ায়।
হাজারদুয়ারির রঙিন বাতি,
নিভে গেছে সব নেই কোন সাথী।


ঊষার দুয়ার খুলবে যখন,
তিমির রাত মুছবে  তখন।
আলো ঝলমলে পৃথিবীর বুকে,
সর্বহারা মরে ধুঁকে ধুঁকে।


সেই চোখ দেখে না তাদের,
মানবতা বলে নাই কিছু যাদের।
অন্ধ বধির পাষাণ হৃদয়,
এই যদি হয় তব পরিচয়।


উষার দুয়ার খুলবে কবে?
শান্তির বারতা বইবে কবে?
এস এস হে শান্তির মলয়,
দূর হয়ে যাক পাষান জমালয়।


আলো ঝলমল পৃথিবীর বুকে,
সর্বহারা মরেনা যেন ধুকে ধুকে।
আঘাতের বজ্রনিনাদ যতই আসুক,
প্রেমের ফোয়ারা ততোই হাসুক।


জয় হোক মনুষত্ব মানবতার ,
পরাজয় হোক নির্দয় নিষ্ঠুর পাপ-পঙ্কিলতার।
ক্ষনিকের ভাসমান মেঘমালা সূর্য রে করে না ক্ষয়,
পাথরের বুক চিরে ঝরনার ধারা প্লাবিত হয়।


হীরক প্রভাই দেদীপ্যমান হয়ে,
স্বর্ণালী রস্মি যাইবে বয়ে।
অভিশপ্ত তিমিররজনী হয়ে যাবে দূর,
সে নহে অতিদূর আসিছে বিজয়ের নুর।