চড়াদামে হীরা ভেবে কাঁচ কিনলাম,
ওই ভুল আবারও করে সোনা ভেবে পিতল কিনলাম।
আসল নকল বোঝার,
ক্ষমতা নেই আর।


অধিকাংশ সব ধান্দাবাজ,
সহজ সরলরেরা ঠকে আজ।
ঠকতে ঠকতে দেয়ালে পিঠ ঠেকে যায়,
যখন কিছুই থাকে না তখন সুবুদ্ধির উদয় হয়।


এমনি করেই হাজারো জীবন খাতায়,
কত যে কষ্ট ব্যর্থতা লেখা আছে স্মৃতির পাতায়।
এরপরেও বট গাছের মতো দাঁড়িয়ে আছি
যারা ঠকিয়ে ছিল তারা ধরে কানামাছি।


মানুষ হয়ে মানুষেরে ঠকায় যারা,
তারাই হয়ে যাই একদিন সর্বহারা।
পাপের মাসুল দিতে হয় অর্থ-সম্পদ জীবন দিয়ে,
মনে করেছিলে চিরস্থায়ী হবে অর্থ সম্পদের শরাব পিয়ে।


অর্থ সম্পদের পাহাড় গেড়ে গেছে মাটির তলে,
কারূন এর  'ইতিহাস' পড়নি কোন কালে?
লোভী জানোয়ার যখন ফাঁদে পড়ে,
কেউ তারে আর রক্ষা না করে।


জীবনে যার যত ভুল হয়,
তার জীবন তত মঙ্গলময়।
যদিও ক্ষনিকের কষ্টে হই দিশাহারা,
এ কষ্ট কোন কষ্ট নাই-
এক লগনে ঊড়ে সুখের পায়রা।।