জীবনের শতত আয়োজন,
বিবিধ স্বপ্নের ছবি আঁকন।
যতো পরিকল্পনার বীজ বুনন,
জেগে অথবা করে শয়ন।


জীবনের শতত আয়োজন,
সুখের সময় হাসি দুঃখে ক্রন্দন।
অস্থায়ী  জীবনের  জন্য এমন,
স্থায়ী জীবনের কথা নেই স্মরণ।


জীবনের শতত আয়োজন,
যা নিয়ে ব্যস্ত সর্বদা  অজ্ঞানীজন।
পরকালীন মুক্তির পথ অন্বেষণ,
জ্ঞানীর কর্ম এতো ধ্রুব সত্য বচন।


জীবনের শতত আয়োজন,
একদিন পন্ড হবে এলে মরন।
পাথেয়র কথা রেখো  স্মরণ,
নতুবা পরকালে হবে বিপদের কারণ।