পাখিরা সুরে সুরে গান গায় ,
বাতাস সুশব্দে নুপুর বাজায়।
ভ্রমর গুঞ্জরন করে হেসে যায়,
যেন প্রিয়তমা ডাকে আমায়।


তারাদল শুয়ে আকাশ বন্ধুর কোলে,
যখন মিটি মিটি করে উঠে জ্বলে।
তখন মনেহয় যেন শিশু মায়ের কোলে,
মিটি মিটি করে তাকিয়ে দোলে।


সূর্যটা প্রতি সকালে নতুন নতুন রূপে,
সুউচ্চ পাহাড়ের চূড়ায় এসে দেয় দেখা।
যে পাহাড়ের ছায়াতলে আশ্রয় নিয়ে,
কতো প্রাণীর প্রতি স্বর্গীয় সুখ হয় লেখা।


শরতে কাশ বনে কাশ ফুলে ফুলে,
প্রজাপতি যখন পাখনা  দোলায়।
তখন  মনেহয়  বিরহ ব্যথায় সে বলে,
হে শরৎ মাতা এতোদিন ছিলে কোথায়?


জেলে ভাই জাল ফেলে মাছ ধরে নদীর বুকে,
সাধকের মতো একমনে তাকায় জালের প্রতি।
মনেহয় যেন তৃষ্ণার্থ কোন চাতক পাখি-
বৃষ্টি কামনায় তাকানো আকাশের প্রতি।


এমন প্রেম নিবেদন রত জীবন্ত সব ছবি,
যদি দেখেন পৃথিবীর  কোন শিল্পী বা কবি।
তাহলে সহসাই চিনে নিবেন এই বাংলাকে,
কবি লিখবেন কবিতা শিল্পী আঁকবেন ছবি।