হে বসন্ত!
তুমি আসবে বলে,
কৃষ্ণচূড়া সহাস্রে প্রস্ফূটিত হল
শিমুলের শাখা রক্তিমত্তায় মেতে উঠলো।
হে বসন্ত!
তুমি আসবে বলে,
কদমের অনিন্দ্য শাখে বসে
কোকিল গাইছে মহাউল্লাসে।
হে বসন্ত!
তুমি আসবে বলে,
আম্র শাখে প্রকাশিত নব মঞ্জুরী
নব পল্লবে প্রকাশিত তোমারে স্মরি।
হে বসন্ত!
তুমি আসবে বলে,
প্রকৃতি সুন্দরির যতো সৌন্দর্যের নির্যাস
তোমাকে স্বাগত জানাতে করলো আত্মপ্রকাশ।
হে বসন্ত!
তুমি আসবে বলে,
আমিও ছিলাম একটি বছর প্রতিক্ষায়
তোমাকে বরন করার অকৃত্রিম চেতনায়।