হে কবি-
তুমি সৃষ্টির অন্যতম মাধ্যম প্রতিবাদ,
তুমি  মজলুমের পক্ষে এক আর্তনাদ।
হে কবি-
তুমি মানবতার এক অতন্দ্র প্রহরী,
ন্যায়ের পক্ষে এক অবিনাশী তরবারী।
হে কবি-
তুমি সঠিক ইতিহাসের এক রক্ষক,
বীনা পারিশ্রমিকে এক মহান সেবক।
হে কবি-
তুমি গণতন্ত্রের পক্ষে এক মহান সৈনিক,
সত্য উচ্চারণে কখনও নেই তোমার ভীক।
হে কবি-
তুমি জাতির অন্ধকার পথে এক আলো,
তাইতো  তোমাকেই  আমি বাসি ভালো।