মন চায় যে ঝিলের জলে,
শাপলা হয়ে  ফুটি।
গেঁয়োপথের ধূলি কণায়,
পাখির মতো করি লুটোপুটি।


মন চায় যে বটের ছায়ে,
বসে করি দেশের গান।
বাংলা আমার স্বপ্ন রে,
বাংলা আমার প্রাণ।


মন চায় যে বুকের মাঝে,
বাংলার ছবি আঁকি।
মনের চোখ দিয়ে তারে,
শুধু দিবানিশি দেখি।