আকাশের প্রতীক নীল,
চাঁদের প্রতীক জোৎস্না।
সূর্যের প্রতীক আলো,
পাহাড়ের প্রতীক ঝর্ণা।


নদ নদীর প্রতীক পানি,
ফুলের  প্রতীক সৌরভ।
বাংলা প্রতীক সবুজ,শ্যামল,
যে বাংলা  আমাদের গৌরব।


মায়ের প্রতীক  মমতাময়ী,
নেতাদের প্রতীক দেশপ্রেম।
মানুষের প্রতীক মানবতা,
আজ মোরা কী করে ভুলে গেলেম?


যদি মানুষের প্রতীক মানবতা,
বিলুপ্তির পথে হয় ধাবমান।
তাহলে তাদের অবনতি হয়েছে,
উন্নতি বলে দিবো না স্লোগান।