সৌখিনেরা শখের বসে খাঁচায় পাখি পোষে,
পাখির কান্না না বোঝে সে শুধু মুচকি হাসে।
পরাধীনতার ফলে বৃথা হয় পাখির জীবন,
পাখি তখন অভিশাপের করে আয়োজন।


মানুষও  তেমনই স্বাধীনচেতা সত্য বচন,
লাখো শহিদের আত্মদান তারই নিদর্শন।
সেই স্বাধীনতা হরণকারীদের প্রতি,  ধীক্কার ও অভিশাপ রইলো যথারীতি।