কবি চায় কবিতায় ছন্দ,মাত্রা,ঝোঁক ও চরণের মিল,
শিশুগণ চায় মায়ের স্বর্গীয় কোলে হতে আসীন।
সংগীতশিল্পী চায় সংগীতের প্রভাবে উন্নত করতে মানব মন,
চাতক পাখি চায় আহা রে আকাশ থেকে বৃষ্টি পড়বে কখন?
চিত্রশিল্পী চায় রং তুলির টানে যেন বাস্তবতা আনে,
কৃষক চায় সোনার মাটিতে যেন স্রষ্টা  হীরার ফসল দানে।
প্রেমিক চায় যেন তার প্রেমিকার সঙ্গে হয় মিলন,
নব দম্পতি চায় নীলাকাশে জোৎস্নার আয়োজন।
আমার চাওয়া কিন্তু একদমই ভিন্ন রকম ভাই,
আমি বীর শহিদি রক্তে কেনা স্বাধীনতার মুক্তি চাই।