সভ্য ভব্য নামধারী কিছু অসভ্য মানুষ,
মধ্য যোগীয় বর্বরতাকেও হার মানাচ্ছে।
তাই কেন জানি অনুভব করি আমি,
পৃথিবীটা সভ্য মানুষের জন্য বাসযোগ্যতা হারাচ্ছে।


মানুষের একমাত্র প্রতীক নিশ্চয় মানবতা,
আজ প্রায় বিলুপ্তির পথে ধাবমান।
তাই সভ্য পৃথিবীর বাসিন্দা মোরা,
সম্পূর্ণ সত্য নয় এই শ্লোগান।


মানুষকে উন্নত চরিত্রের ভূমিকায় দেখতে হলে,
নিজ নিজ দেশের আইনের যথাযথ প্রয়োগ চাই।
একমাত্র আইনের লাগাম ব্যতীত
কোন জাতির অসভ্যতাকে রোধ করা যাবে না ভাই।


পাশাপাশি নিজ নিজ ধর্ম চর্চার মূলে নেই,
প্রবহমান পৃথিবীর অধিকাংশ মানুষ।
এই মানুষ জাতির অনেকটা অসভ্যতার নেপথ্যে,
এটাও কিন্তু নয় মোটেই কম দোষ।