তুমি বাংলাদেশ,
আমি বুজিব বাহিনী।
তুমি মাতৃভূমি,
আমি ভাসানী।
তুমি বাংলা ভাষা
আমি রফিক,বরকত।
তুমি বিস্তীর্ণ ভূমি,
আমি কৃষক।
তুমি বটের ছায়া,
আমি ক্লান্ত পথিক।
তুমি রুপের রানী,
আমি রাজা।
তুমি হৃদয়,
আমি জীবন।
তুমি গেঁয়োপথ,
আমি বাউল।
তুমি নদী,
আমি তৃষ্ণার্ত।
তুমি ফুল,
আমি ভোমর।
তুমি বৃষ্টির পানি,
আমি চাতক।
তুমি কবিতা,
আমি কবি।
আমি খুঁজেছি তোমাকে,
ঠিক মজনুর মতো।
তুমিই সেই লাইলি,
আমার স্বদেশ!!