মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য,
যারা নির্ভয়ে উঁচু করেছিলেন শির।
বুলেটের সামনেও লুকায়নি বুকের ছাতি,
প্রকৃত পক্ষে তারাই অমর বীর।


আজও  দুচোখে দেশপ্রেমের চশমা পড়ে,
বাংলা বর্ণমালার প্রতি যখনই তাকাই।
দেখি বর্ণমালা তাদেরই রক্ত দিয়ে লেখা,
তাদেরই ছবি বর্ণমালায় আঁকা দেখতে পাই।


তাইতো অমর বীর ভাষা শহিদদের প্রতি,
অকৃত্রিম ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা যথারীতি।
আমরা কোনদিন ভুলবো  না তাদের আত্মদান,
আমাদের হৃদয়ে অমর তাদের মহান স্মৃতি।